Log In

সোহরাওয়ার্দী উদ্যানে জমজমাট বইমেলা

সোহরাওয়ার্দী উদ্যানে জমজমাট বইমেলা

নিজস্ব প্রতিবেদক
অমর একুশে বইমেলার ১৭তম দিন শনিবার৷ বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মাসব্যাপী প্রাণের এই বইমেলা৷ মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় জমজমাট। সেখানকার স্টলগুলোতে বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের জটলা লেগেই থাকছে। তবে সে তুলনায় অনেকটাই ফাঁকা বাংলা একাডেমি প্রাঙ্গণ। সেখানে ভিড় নেই ক্রেতা-দর্শনার্থীদের।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সরেজমিনে বইমেলার উভয় অংশ ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ক্রেতা-দর্শনার্থীদের সমাগম বেশি৷ অনেকে বই কিনছেন, কেউবা ঘুরে ঘুরে পছন্দের বই দেখছেন৷ অনেকে নির্ধারিত স্টল বা বইয়ের খোঁজ করছেন। অন্যদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে তেমন লোক সমাগম নেই৷ স্টলগুলো প্রায় ফাঁকা। যদিও বিক্রয় প্রতিনিধিরা বলছেন, সন্ধ্যার পর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণেও ভিড় বাড়তে থাকবে৷

সোহরাওয়ার্দী উদ্যানের হুল্লোড় স্টলের বিক্রয় প্রতিনিধি জেমি বলেন, আজকে শনিবার হওয়ায় ভিড় মোটামুটি বেশি৷ তবে গতকাল (শুক্রবার) আরও বেশি ভিড় ছিল৷ ক্রেতা-দর্শনার্থীরা আসছেন৷ ঘুরে ঘুরে বই দেখছেন৷ সবাই তো আর বই কিনছেন না৷ তবে বিক্রি মোটামুটি ভালো৷

সেখানকার আরেক বিক্রয় প্রতিনিধি সাগর বলেন, মেলায় ভিড় আছে মোটামুটি৷ বাংলা একাডেমির চেয়ে উদ্যান প্রাঙ্গণে ভিড় বেশি। বেশিরভাগ মানুষ উদ্যানেই যান৷

বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের বইয়ের স্টল মাইক্রোস ডিজিটালের বিক্রয় প্রতিনিধি আয়শা আক্তার বলেন, এখানে ভিড় অনেক কম৷ ক্রেতা তেমন পাচ্ছি না৷ গতকাল (শুক্রবার) লোকজন ছিল কিছুটা, আজ একেবারেই কম৷ বিক্রিও তেমন নেই৷

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *