Log In

ঘুমধুম সীমান্তে এসএসসির পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

ঘুমধুম সীমান্তে এসএসসির পরীক্ষাকেন্দ্র পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে বান্দরবানে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ভেন্যু ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ওই ভেন্যুর পরিবর্তে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে ছিল, তাদের পরীক্ষা হবে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

এই কেন্দ্রে মোট এসএসসি অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৫০২ জন। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে ১৫৯ জন।কারিগরি বোর্ডের শিক্ষার্থীর সংখ্যা ৩৯ জন। বাকিরা কক্সবাজারের বালুখালী ও কুতুপালংয়ের শিক্ষার্থী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি  বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে।

এ বিষয়ে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খায়রুল বশর  বলেন, সীমান্তের উদ্ভুত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিকল্প ভ্যানুতে আগামী ১৫ ফেব্রুয়ারি যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছি।

১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

সময়ের বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *